শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

লালমোহনে ভেজাল সেমাই তৈরি কারখানাকে জরিমানা

ভোলা প্রতিনিধি

লালমোহনে ভেজাল সেমাই তৈরি কারখানাকে জরিমানা

ভোলার লালমোহন উপজেলায় ভেজাল উপকরণ দিয়ে নিম্নমানের সেমাই তৈরির অভিযোগে ৩ কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

ভেজালবিরোধী এ অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান। শনিবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফরাজগঞ্জ ও নবীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভেজাল উপকরণ দিয়ে ও নোংরা পরিবেশে নিম্নমানের সেমাই তৈরির অভিযোগে শেখ আলী ফুড প্রোডাক্টসকে আট হাজার, রিফাত ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার ও মিনা ফুড প্রোডাক্টসকে দুই হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ওই তিন প্রতিষ্ঠানে ভেজাল ও নিম্নমানের সেমাইয়ের কারখানা নিম্নমানের খাবার, ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে সেমাই তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়।
  
ভোলা ভোক্তা সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান জানান, ভোক্তাদের নিরাপদ খাবার নিশ্চিতের লক্ষ্য এ অভিযান পরিচালিত হয়েছে, যা অব্যাহত থাকবে।

টিএইচ