সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লালমোহনে সরকারি আবাসনের ঘর ভাঙারি হিসেবে বিক্রির অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহনে সরকারি আবাসনের ঘর ভাঙারি হিসেবে বিক্রির অভিযোগ

ভোলার লালমোহনে সরকারি আবাসনের ঘর ভাঙারি মালামাল হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার রহম আলীর বাড়ি সংলগ্ন স্থানের ওই সরকারি ঘরটি ৩০ হাজার টাকায় বিক্রি করেন একই এলাকার মনির হোসেন ডাকুয়া।

জানা যায়, ভূমিহীনদের জন্য ২০১৮ সালের দিকে এসব ঘর নির্মাণ করা হয়। সেখানে প্রতারণা করে নিজের জমি ও বসতঘর থাকার পরও একটি সরকারি ঘর হাতিয়ে নেন অভিযুক্ত মনির হোসেন। 

সম্প্রতি ওই সরকারি আবাসনের ঘরটি নতুন বাজার এলাকার কাশেমের ছেলে ভাঙারি ব্যবসায়ী শাহিনের কাছে ৩০ হাজার টাকা মূল্যে বিক্রি করে দেন। এরপর শাহিন ওই ঘরের মালামাল ভেঙে নিয়ে যান।

এ ব্যাপারে সরকারি ঘর ক্রয় করা শাহিনের বাড়িতে গিয়ে তাকে না পেলেও তার বাবা কাশেম জানান, মনির ডাকুয়া ঘরটি ৩০ হাজার টাকায় আমার ছেলের কাছে বিক্রি করেছে। এরপর আমার ছেলে ঘরটি ভেঙে নিয়ে বিক্রি করে দিয়েছে।

অভিযুক্ত মনির ডাকুয়া বলেন, ঘর বিক্রি করিনি। তাদের জন্য তখন ঘরটি বরাদ্দ করে রেখেছি। এখন তাদেরকে ঘরটি বুঝিয়ে দিয়েছি। সরকারি ঘর ভেঙে নেয়া যায় কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, নিয়ম মেনে অনেক কিছু করা যায় না। আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।

এ ব্যাপারে লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, এমন ঘটনা আমার জানা নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা অবশ্যই অন্যায়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, বিষয়টি জেনে শিগগিরই প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

টিএইচ