সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লিফলেট বিতারণকালে বিএনপি কর্মী আটক 

লালমনিরহাট প্রতিনিধি 

লিফলেট বিতারণকালে বিএনপি কর্মী আটক 

লালমনিরহাটে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতারণ সময় বিএনপির এক কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের সেনামৈত্রী হর্কাস মার্কেট সামনে তাকে আটক করা হয়। এই সময় তিনি  লিফলেট বিতরণ কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। 

আটক জামাল মহেন্দ্রনগর বিএনপি একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে। আটকের সময় তার হাতে অনেকগুলো লিফট পেয়েছেন গোয়েন্দা পুলিশ। জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মজমুল প্রামাণিক বলেন, আমরা লিফলেট বিতারণ শেষ বাসায় আস্তেছিলাম হঠাৎ খবর পেলার জামালকে আটক করছে সাদা পোশক পরিহিত পুলিশ। 
 তবে কী বিষয়ে তাকে আটক করেছে আমারা জানি না। 

এ বিষয়ে জেলা বিএনপি পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

টিএইচ