সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লেবুবাগান করে লাভবান হলেন কলেজছাত্র রিয়াজুল ইসলাম 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

লেবুবাগান করে লাভবান হলেন কলেজছাত্র রিয়াজুল ইসলাম 

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে লেবুবাগান করে লাভবান হয়েছেন রিয়াজুল ইসলাম নামের এক কলেজছাত্র। তিনি মহম্মদপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত রঈফ বিশ্বাসের ছেলে। উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ থেকে বাংলায় অনার্স অধ্যয়নরত তিনি। 

তিনি জানান, দুবছর পূর্বে তিনি এই লেবুবাগানটি করেছেন। ইউটিউব দেখে মনে স্বপ্ন জাগে নিজ উদ্যোগে একটি লেবুবাগান করার। সে থেকেই লেবুবাগান করার যাত্রা শুরু। ৪৫ শতক জমিতে বর্তমানে এই লেবুবাগানে ৫২৬টি লেবুগাছ রয়েছে। বেশিরভাগ গাছে ধরন্ত অবস্থায় থোকা থোকা লেবু দেখা যায়।

১০ বছরের জন্য লিজকৃত জমি প্রতি বছর ২০ হাজার টাকায় গ্রামের একজনের কাছ থেকে লেবুবাগানের জমিটি নেন রিয়াজুল ইসলাম। তিনি অধিক ফলনের আশায় বারোমাসি চায়না-৩ সিডলেস লেবুর চারা গোপালগঞ্জ থেকে প্রতিটি ৫০ টাকা দরে কিনে এনে নিজ বাড়ির পাশে লেবুবাগিচা করেন। 

রিয়াজুল ইসলাম আরও জানান, প্রতি সপ্তাহে পাঁচ হাজার টাকার লেবু বাগান থেকে তুলে তিনি বিক্রি করে থাকেন। লেবু চাষে তেমন কোনো খরচ নেই বলে মনে করেন বাগান মালিক রিয়াজুল। লেবু চাষ অতি লাভজনক হওয়ায় রিয়াজুলের দেখাদেখি ওই গ্রামের তৈয়বুর রহমান ও রাসেল খান নিজ গ্রামে লেবুবাগান তৈরি করেছেন। 

এ বিষয়ে রিয়াজুল ইসলাম জানান, সরকারি সহযোগিতা পেলে এর থেকে বড় লেবুবাগান ও ভালোমানের একজন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা রয়েছে তার।

টিএইচ