সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লোহাগড়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদকনির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (১০ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লোহাগড়া পৌরমেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান হায়াত প্রমুখ। 

সেমিনারে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

টিএইচ