সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লোহাগড়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় শিশুসহ আহত ৩

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় শিশুসহ আহত ৩

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এসময় শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উভয়পক্ষের ২০টি ঘরবাড়ি ভাঙচুর করা অভিযোগ উঠেছে। 

এঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে ডহরপাড়া এগারনলী, তালুকপাড়া ও লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এসব ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে লাহুড়িয়া ইউনিয়নে বিজয়ী প্রার্থী এ কে এম ফয়জুল হক ও পরাজিত প্রার্থী আ. হান্নান রুনুর গ্রামের বাড়ি লাহুড়িয়ায় উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

এ ঘটনার জের ধরে গত শনিবার রাতে ডহরপাড়ায় জয়ী প্রার্থীর সমর্থকরা  পরাজিত প্রার্থীর সমর্থক তরিকুল মোল্যাকে কুপিয়ে আহত করে। এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে লাহুড়িয়া বাজারে প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর সমর্থকরা গিয়াসউদ্দিন মোল্যাকে (৫০) বেধড়ক পিটিয়ে আহত করে। 

আহত গিয়াসউদ্দিন মোল্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহত তরিকুল মোল্যার তিন বছরের মেয়ে সুমাইয়াকে কুপিয়ে আহত করেছে জয়ী প্রার্থীর সমর্থকরা 

এঘটনার পরে রাতেই ডহরপাড়া গ্রামে রবিউল ইসলাম, শিহাব উদ্দীন, হিরু মিয়া, তরিকুল ইসলাম, টুকু মেম্মর, আবুল কালাম, ফায়েক হোসেন, এগারনলীর চাঁদ শেখ, রিয়াকত হোসেন, তালুকপাড়া শিহাব উদ্দীন, সাইফার, তরিকুর কাজী, দিদার কাজি, গোলাম মওলা পাখি, আরব আলী ও লাহুড়িয়া পশ্চিম পাড়ায়, মিজানুর রহমান, ইকতিয়ার শেখ, আলাউদ্দীন শেখ, কামাল শেখ। 
     
টিএইচ