বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লৌহজংয়ে বিদেশি নকল তেলের কারখানা জব্দ

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

লৌহজংয়ে বিদেশি নকল তেলের কারখানা জব্দ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নকল স্প্যানিশ অলিভ ওয়েল, কাস্টার্ড অয়েলসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশি তেল তৈরি ও বাজারজাত করার অভিযোগে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও আনন্দবাজারের পাশে একটি ভাড়া বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার।

শাজাহান মোড়লের নকল এই কারখানা থেকে প্রায় ৭০ বোতল তেল, স্টিকার, লেবেল লাগানোর মেশিন, কেমিক্যাল ও খোলা তেল জব্দ করা হয়।

জানাযায়, দীর্ঘদিন যাবত ইউনূস মোড়লের ছেলে শাজাহান মোড়ল (৫৫) নামের এক ব্যক্তি একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে বিদেশি লেবেল লাগিয়ে কাস্টার্ড অয়েল, স্প্যানিশ অলিভ অয়েলসহ বিভিন্ন জাতীয় তেল তৈরি করে আসছিলেন।

বাড়িওয়ালা আবুল কালাম আজাদ বলেন, আমার বাড়িতে ফ্যমিলি বাসা ভাড়া দেয়া হয়েছে। আমি ঢাকায় থাকি। ভিতরে কি করা হয় সেটা জানতাম না। পরবর্তীতে সকল ভাড়াটিয়ার খোঁজখবর রাখা হবে। যাতে এমন অবৈধ কাজ করা না হয়।

ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার বলেন, কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। মালিককে না পাওয়ায় তেল তৈরির সকল মালামাল জব্দ করা হয়। আগামীকাল কারখানার মালিককে নিয়ে বাড়িওয়ালাকে অফিসে দেখা করতে বলা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাব্বির হোসেন।

টিএইচ