শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

শরণখোলায় রোববার (৮ জুলাই) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কৌশিক নন্দী (৪) নামে একটি শিশু মারা গেছে। শিশুটি উপজেলার ধানসাগর গ্রামের সমির নন্দীর পুত্র। 

মৃত্যু শিশুর পিতা জানান, গত শুক্রবার রাতে তার পুত্র কৌশিক জ্বরে আক্রান্ত হয়। গত শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তহিদুল ইসলামের কাছে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসক জানান তার পুত্র ডেঙ্গু আক্রান্ত। শিশুটির অবস্থা খারাপ হলে রোববার (৮ জুলাই) বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, শরণখোলায় প্রথম এই শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিদিন অনেক রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। 

গত এক সপ্তাহে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইতোমধ্যে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে বলে ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানিয়েছেন।

টিএইচ