শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

শরণখোলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হক মোল্লা (৬৫) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় মামলা হওয়ার পর গত সোমবার দিবাগত রাতে দোকানিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত কোডেক স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠনে অধ্যায়নরত ওই ছাত্রীর পিতা-মাতা কাজের সুবাদে ভারতে থাকেন। 

তারা দুইবোন বাড়িতে থাকেন। কোডেক স্কুলের সামনে আব্দুল হক মোল্লার দোকান থেকে তারা প্রায়ই কেনাকাটা করেন। গত ১৪ সেপ্টেম্বর স্কুলছাত্রী একা ওই দোকানে খাবার কিনতে যায়। এসময় একা পেয়ে মুদি দোকানি আব্দুল হক ছাত্রীটিকে ঝাপটে ধরে দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। 

বিষয়টি সে তার বোনকে জানায় এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর তাদের বাবা-মার সাথে ফোনে কথা বলার পরে সোমবার রাতে ছাত্রীটির বোন বাদী হয়ে শরণখোলা থানায় মামলা করেন। মামলার পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

এছাড়া ওই ছাত্রীর বয়স নির্ধারণের জন্য বাগেরহাট সদর হাসপাতালে এবং ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

টিএইচ