বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শরীয়তপুরে আনসার ব্যাটালিয়ন পরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরে আনসার ব্যাটালিয়ন পরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন 

সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শরীয়তপুরে ১০২ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। আরাধনায় যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন ২৫ আনসার ব্যাটালিয়ন মাদারীপুর জেলার পরিচালক মো. আইয়ুব আলী।

গত শুক্রবার রাতে জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. জাহাঙ্গীর আলম, আনসার বাহিনীর শরীয়তপুর জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়া, সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন আক্তার। এছাড়া আরও ছিলেন, শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির ও শ্রী শ্রী মহাদেব জিউ মন্দির কমিটির সভাপতিসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মাদারীপুরের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

টিএইচ