সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শরীয়তপুরে দেশি-বিদেশি মদ উদ্ধার

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরে দেশি-বিদেশি মদ উদ্ধার

শরীয়তপুরে বসত বাড়ি থেকে দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এঘটনায় কাউকে আটক করতে না পারলেও একজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে শরীয়তপুর পৌরসভার পশ্চিম কোটাপাড়া এলাকার অমূল্য চন্দ্র বালার ঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম কোটাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র বালার ছেলে অপু চন্দ্র বালা মাদক ব্যবসা করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে পশ্চিম কোটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুরের ডিবি পুলিশের একটি টিম। অভিযানে অমূল্য চন্দ্র বালার বসত ঘর থেকে ৫ বোতল বিদেশি মদ ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। 

শরীয়তপুর ডিবি পুলিশের কর্মকর্তা আবু বকর বলেন, একজনকে আসামি করে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ