সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শরীয়তপুর জেলায় কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম 

ডামুড্যা প্রতিনিধি

শরীয়তপুর জেলায় কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম 

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ শরীয়তপুর  জেলার কারিগরি শাখায়  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলার কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম সোহেল। 

শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার কারিগরি শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে তাকে নির্বাচিত করা হয়। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের দ্বিগশুল গ্রামের মো. তোরাব আলী সরদারের ছেলে।

শফিকুল ইসলাম ডামুড্যা উপজেলা কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে ২০২০ সাল থেকে তিনি কর্মরত আছেন। তিনি ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক,  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি ডামুড্যা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস’াপনা, শিক্ষাবান্ধব ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাকে জেলার সেরা কারিগরি শিক্ষক  নির্বাচিত করা হয়।

টিএইচ