সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শরীয়তপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে খাবার বিতরণ 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে খাবার বিতরণ 

পবিত্র রমজান মাসের প্রথম দিনে শরীয়তপুরে শ্রমজীবী (দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক) মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন ও মাস ব্যাপী জেলা প্রশাসনের খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

গত শুক্রবার ইফতারের পূর্বে  শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ১০০ শ্রমজীবী মানুষের হাতে খাবার তুলে দেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। ৭১র চেতনা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনের খাবার বিতরণে সহযোগিতা করেছে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি অভিজিৎ সূত্রধর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার, ৭১র চেতনা সংগঠনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সজিব খান, ৭১র চেতনা সংগঠন শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আঁখি মজুমদার প্রমুখ।
 
এ সময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, রিকশা-অটোরিকশা, ভ্যানচালকসহ শ্রমজীবীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করলাম।  পবিত্র রমজান মাসে পুরো সময়টায় আমরা এ কর্মসূচি চালিয়ে যাব। ৭১র চেতনা শরীয়তপুর জেলা শাখা নামে একটি সংগঠনের সহযোগিতায়  খাবারগুলো  প্রস্তুত করে থাকি। তিনি আরো বলেন, শুধু তাই নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

টিএইচ