বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক

যশোর প্রতিনিধি

শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি চার নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। এরমধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) সীমান্তের পাঁচভূলট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জশ্রী জোয়ারদার ও একই জেলার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার, বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাঁচভূলট সীমান্ত এলাকার একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি দল ওই এলাকায় গোপনে অবস্থান নেয়। এসময় ওই মাঠ দিয়ে ভারতের যাওয়ার সময় তিন নারী ও এক পুরুষকে আটক করে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

টিএইচ