বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শালিখার সেরা কর্মচারী শিমুল নির্বাচিত 

শালিখা (মাগুরা) প্রতিনিধি

শালিখার সেরা কর্মচারী শিমুল নির্বাচিত 

সরকারের অর্পিত দায়িত্ব পালনসহ বিভিন্ন  ভালো কাজের সঙ্গে যুক্ত থাকায়  শালিখা উপজেলা পরিষদের সিএ মো. শিমুল হাসানকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন শালিখা মাগুরা ২০২৪ সালের সেরা কর্মচারী নির্বাচিত করেছেন। 

গত ২০ জুন  এক অনুষ্ঠানের মাধ্যমে মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বিরেন শিকদার, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শ্যামল কুমার দে ও ইউএনও হরে কৃষ্ণ অধিকারী তার হাতে সম্মাননা সনদ তুলে দেন। 

এ ব্যাপারে ইউএনও হরে কৃষ্ণ অধিকারী বলেন, আমরা সকল ভাল কাজের স্বীকৃতি দিতে চাই, এতে করে মানুষের মধ্যে ভালো কাজের উৎসাহ বৃদ্ধি পায়। শিমুল হাসান তার প্রতিক্রিয়ায় বলেন স্বীকৃতি পাওয়ায় আমি উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ।

টিএইচ