রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

শালিখায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার 

শালিখা  (মাগুরা) প্রতিনিধি 

শালিখায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার 

মাগুরার শালিখার কাঁঠালবাড়ীয়ায় এক আদিবাসী (মালো) গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, কাঁঠালবাড়ীয়া গ্রামের শান্তিরামের পুত্র বাসুদেব বিশ্বাস ও দক্ষিণ শরুশুনার বাঁশি বাদক হরিফ হোসেন। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় একটি মামলা করেছেন। মামলা নং-১২। 

মামলা সূত্রে জানাযায়, ১৭ জুলাই রাতে সংঘবদ্ধ কয়েকজন অস্ত্রের মুখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার স্বামী বাড়ি ছিলোনা। এ সুযোগে তারা এ ঘটনা ঘটায়। 
গৃহবধূর স্বামী বলেন, আমি ওইদিন আমার এক আত্মীয়ের বাড়ি ছিলাম। এ সুযোগে তারা আমার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 
এ ব্যপারে শালিখা থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন থানায় একটি মামলা হয়েছে। আমরা দুইজনকে গ্রেপ্তার করে বিচারের জন্য জেলহাজতে পাঠিয়েছি।

টিএইচ