সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শালিখা ৫৬ বস্তা সরকারি চাল জব্দ দুইজন আটক

শালিখা (মাগুরা) প্রতিনিধি

শালিখা ৫৬ বস্তা সরকারি চাল জব্দ দুইজন আটক

মাগুরা জেলার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে উপজেলার টিওর খালী গ্রামের হাসান মণ্ডলের বাড়ি থেকে আনুমানিক ৬০/৭০ মন সরকারি চাল জব্দ করেছ। 

এ সময় বাড়ির মালিক করিমন চালক হাসান মণ্ডল ও দিঘোল গ্রামের করিমনচালক খয়েরকে আটক করেছে। অভিযানে শালিখা থানার ওসি মো. মোশাররফ হোসেন, ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ শালিখা পিআইও মো. রাজিবুল ইসলামসহ থানার উপপুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে ওসি মো. মোশাররফ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিওর খালী গ্রামের হাসান মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার ও দুইজনকে আটক করেছি। পরে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে রহস্য উদঘাটন করা হব।

টিএইচ