বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

শাহজাদপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২২ জুলাই) উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকত। 

শনিবার স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান এসে লাশের প্রাথমিকভাবে সুরতহাল শেষে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে তিনি জানান। 

টিএইচ