বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

শাহজাদপুরে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালক আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

শাহজাদপুরে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালক আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাচারকালে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন থেকে সরাসরি টিসিবির এক ট্রাক চাল পাচারকালে এনায়েতপুরের বাদল মোড় থেকে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। 

পরে পুলিশ গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। ট্রাকচালক মো. জহির মণ্ডল কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের শাহজাহান মণ্ডলের পুত্র। 

ট্রাকচালক জহির মণ্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চর কৈজুরি গ্রামের মন্টু ও কুদ্দুস চাল অন্যত্র নেয়ার জন্য ট্রাকে তুলে দিয়েছে। ট্রাকে সাড়ে ৩ টন চাল আছে বলেও জানান তিনি। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান জানান, এ ব্যপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ