বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। 

এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম, সমীর কুমার বৈদ্য, মো. সুলতান কবির, মো. সাহিদুর রহমান, সহকারী শিক্ষক মো. মনজুরুল ইসলাম প্রমুখ। 

শিক্ষকরা বলেন, ১৭ সেপ্টম্বর ঢাকায় প্রজেক্ট থেকে আগত উপজেলা শিক্ষা কর্মকর্তারা আমাদের শিক্ষকদের ওপর হামলা করেন। আমরা এর প্রতিবাদ জানাই। প্রয়োজনে কঠোর কর্মসুচি দেয়া হবে বলে তারা জানান। 

টিএইচ