বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান ভাবতে হবে : এমপি শুভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান ভাবতে হবে : এমপি শুভ

প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

তিনি আরও বলেন, প্রতিটি সন্তান বাড়ি থেকে পড়ালেখার জন্য স্কুলে যায়। অভিভাবকরা সন্তানদের শিক্ষকদের কাছে পাঠায় মানুষের মতো মানুষ করতে। এমপি শিক্ষকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান ভাবতে হবে এবং যত্মসহকারে পড়াতে হবে।

গত শনিবার টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদেরর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, (সাবেক) সহ-সভাপতি মাহ্ফুজুর রহমান কনক প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শিক্ষক সমিতির সদস্যরা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ