মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প শোনালেন বীরমুক্তিযোদ্ধারা 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি 

শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প শোনালেন বীরমুক্তিযোদ্ধারা 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীরমুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প শুনিয়েছেন বীরমুক্তিযোদ্ধারা।

সোমবার (১৭ জুলাই) বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।  
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ম সচিব শাহ আলম সরদার। 

বিশেষ অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপসচিব মো. নুরুল আমিন ও তেঁতুলিয়া  উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প শুনিয়েছেন বীর  মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, বীর প্রতিক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা বশির আলম। 

এসময় শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

টিএইচ