সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গা ডিসি বরাবর স্মারকলিপি  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গা ডিসি বরাবর স্মারকলিপি  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বৈষম্যবিরোধী শিক্ষকরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিটি গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। 

বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৬৪ জেলায় একযোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের সমন্বয়কারী চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. লেলিন হোসেন, চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক জামাল উদ্দিন, চুয়াডাঙ্গা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, আল হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল হাইসহ জেলা শহরের ১০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। 

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বৈষম্যবিরোধী শিক্ষক সমাজের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক রকিবুল ইসলাম (ইসলাম রকিব)।

টিএইচ