শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

শিবগঞ্জে পল্লী ও প্রাণি চিকিৎসকদের সঙ্গে নিসচার আলোচনা 

বগুড়া প্রতিনিধি

শিবগঞ্জে পল্লী ও প্রাণি চিকিৎসকদের সঙ্গে নিসচার আলোচনা 

সড়ক দুর্ঘটনা রোধে বগুড়ার শিবগঞ্জে পল্লী ও প্রাণি প্রাথমিক চিকিৎসকদের সাথে নিচসার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। 

নিসচা কেন্দ্রীয় সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান। 

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান রোমেল। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু, পুলিশ পরিদর্শক তদন্ত জিল্লুর রহমান। 

নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি-২৩ এর সদস্য সচিব আসাদুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন  উপজেলা পল্লি ও প্রাণি প্রাথমিক চিকিৎসক এসোসিয়েশনের আহ্বায়ক শাহজাহান আলী প্রমুখ।

টিএইচ