সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন দেয়া হবে না: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন দেয়া হবে না: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাসের লাইন হবে না, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

গতকাল বুধবার চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস কোম্পানি এলাকায় প্রিপ্রেইড মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তিন বছরের মধ্যে পুরো চট্টগ্রাম নগরী গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে। 

এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানিয়ে গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সঞ্চালন লাইনের নিরাপত্তায় নজরদারি বাড়ানোর কথাও বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

বেইলি রোডের ঘটনায় চট্টগ্রামে যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করে নসরুল হামিদ আরও বলেন, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে কেউ যদি হোটেল-কারখানা করেন, সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এসব নজরদারি করা হবে, কর্মকর্তারা গাফিলতি করলেও ব্যবস্থা  নেয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

টিএইচ