সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা-পুলিশ। গত রোববার দুপুরে জাজিরা উপজেলার সদর ইউনিয়নের হাওলাদার কান্দি থেকে শাহাজাহান ব্যাপারী নামের বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাহজাহান ব্যাপরী জাজিরা ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার মৃত নোয়াব আলী ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা ইউনিয়নের হাওলাদার কান্দিনিবাসী আমেনা বেগমের (ছদ্মনাম) ১০ বছরের মেয়ে আয়শা (ছন্দনাম) তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। 

গত শনিবার বিকালে মারিয়া (ছদ্মনাম) তার বাড়ির সামনে সমবয়সিদের সঙ্গে খেলাধুলা করছিল। সেসময় আয়শা টয়লেটের উদ্দেশে গেলে সুযোগ বুঝে শাহজাহান ব্যাপরী শিশুটিকে পানি খাওয়ার কথা তার নিজ ঘরে ডেকে নেয়। এরপর শিশুটির মুখে গামছা ঠুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

পরে শিশুটি বাড়িতে গেলে তার গোপনাঙ্গ দিয়ে ব্লিডিং হতে দেখে তার মা প্রশ্ন করলে ঘটনা জানতে পারেন। এরপর রোববার শিশুটির মা নিজে বাদী হয়ে জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে শিশুটি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এবিষয়ে অভিযোগকারীর অর্থাৎ ভুক্তভোগীর মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা সাংবাদিক ধরছি, হেরা বলছে হেরা নেডে ছাইরা দিবে। এখন অন্য সাংবাদিকগো কাছে কিছু বলতে হইলে আমাগো এলাকার গার্জিয়ান আছে হেগো লগে কথা বইলা জানাইমুনে।’

এবিষয়ে জাজিরা থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে জাজিরা থানায় একটি অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান ব্যাপরীকে আমরা গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছি।

টিএইচ