সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
The Daily Post

শূকর ছিনতাইকারী ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

শূকর ছিনতাইকারী ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার 

সিরাজগঞ্জের চৌহালীতে শূকরের বাতান হতে শুকর ছিনতাইকারী ও ছিনতাই কাজে ব্যবহূত ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৪০ শূকর উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, বিনয় চন্দ্র দাস বয়স, বাড়ি ময়মনসিংহ, মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ হান্নান মিয়া ওরফে বাচ্চু মিয়া চৌহালী সিরাজগঞ্জের থাকে মানিকগঞ্জে, নূর মোহাম্মদ ওরফে নুরু, ফুলবাড়িয়া ময়মনসিংহ ও পলাশ চন্দ্র রায় কিশোরগঞ্জের নীলফামারী বসবাস করে।

এ বিষয়ে চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি দল অভিযানে নামে। গাজীপুর, নরসিংদী এবং আশুলিয়া অবস্থান করছে এটি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন দাবি করে ওই ওসি  আরও বলেন, তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় জড়িত রয়েছেন।

গত ১৫ ফেব্রুয়ারি চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনাইন গ্রাম থেকে শূকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় চৌহালী থানায় মামলা রুজু  করে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ