বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় : আমু

নলছিটি প্রতিনিধি 

শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় : আমু

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আ.লীগ সরকার প্রথম যখন ক্ষমতায় আসে তখন ৪০ হাজার টন খাদ্যঘাটতি ছিল। 

আবার ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে তখন ২৬ হাজার টন খাদ্যে ঘাটতি ছিল, সেই  ঘাটতি কাটিয়ে খাদ্যে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। গতকার নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা আ.লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌরমেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ