শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

‘শেখ হাসিনা পালিয়েছে খালেদা জিয়া পালান না’ 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

‘শেখ হাসিনা পালিয়েছে খালেদা জিয়া পালান না’ 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আ.লীগ নেতারা।
ছাত্রজনাতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু খালেদা জিয়া কখনো পালান নি। মুক্তিযুদ্ধের সময় আ.লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহীদ আলম মান্নার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। 

সমাবেশের প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেন খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলো শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানার সঞ্চালনায় জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় যুবদলের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ আরও অনেকে। 

টিএইচ