সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শেরপুরে কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউএসএইডের সহযোগিতায় শনিবার (২৫ মে) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রাথমিক ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আলিশান সেমিনার হলে অনুষ্ঠিত এই মিটিং এ প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান এবং বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম. এ. বারেক তোতা ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া। 

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, শেরপুর সভাপতি বিনয় কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ে শেরপুর সদর উপজেলার ৩০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবকর্মীসহ প্রায় ৫০জন পার্টিসিপেন্ট উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা ও মেয়েদের জন্য প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স স্থাপনের জন্য প্রস্তাব করেন। প্রধান অতিথি মো. রেজুয়ান বলেন, যে সকল বিদ্যালয়ের সামর্থ আছে, তারা নিজেরাই প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স স্থাপন করবে। তুলনামূলক যাদের সামর্থ্য কম, তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স বিনামূল্যে দেয়া যেতে পারে। 

বিএমএ সভাপতি ডা. এম.এ. বারেক তোতা আগামী মাসে সুবিধাজনক সময়ে ডাক্তার দিয়ে প্রতিটি স্কুলের একজন পুরুষ ও একজন নারী শিক্ষককে প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ এবং কিছু সংখ্যক ফাস্ট এইড বক্স প্রদানের ঘোষণা দেন। এক্ষেত্রে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেবার জন্য তিনি জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেন। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ময়মনসিংহ রিজিয়নাল ম্যানেজার নার্গিস আক্তার, উত্তরা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন আলী, জি.কে,পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক প্রমুখ।  

টিএইচ