সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শেরপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি একজনের মৃত্যু 

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি একজনের মৃত্যু 

শেরপুর জেলার সার্বিক ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছে। মারা গেছে একজন। এ পর্যন্ত জেলায় বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ৫৮ জন রোগী ভর্তি আছে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে।

এদিকে জেলার শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়ার মো. সেলিম মিয়া (৩৮) নামের এক শ্রমিক ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

ভাটিলংগর পাড়া বেপারি বাড়ির মোহাম্মদ আলীর একমাত্র পুত্র সেলিম মিয়া ঢাকায় শ্রমিক হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলো। সে ৪ আগস্ট ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে। 

পরে তাকে শেরপুর ডা. আসাদুজ্জামানের কাছে নিয়ে গেলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তিনি। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ আগস্ট) তার মৃত্যু হয়।

টিএইচ