সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শেরপুরে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়া শেরপুরের শেরুয়া বটতলা এলাকার তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার বাথরুম থেকে বুধবার (০২ আগস্ট) মক্তব বিভাগের ছাত্র কাউছার আহমেদের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা বেলতা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে কাউছার আহমেদ শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা তাহ্সীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসায় মক্তব বিভাগে পড়তো। বুধবার (০২ আগস্ট) ফজর নামাজ শেষে সকল ছাত্রদের নিয়ে শিক্ষকরা পড়াতে শুরু করে। 

সকালের নাস্তার পর পড়া শুরু হলে হেফজ বিভাগের ছাত্র ফজলুল করিম সিয়াম প্রকৃতির ডাকে সারা দিতে ওই মাদ্রাসার বাথরুমে গেলে কাউছার আহমেদে নাক দিয়ে রক্ত বের হতে দেখে হুজুরদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাদ্রাসার মুহতামিম মো. মামুন পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

টিএইচ