বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শৈলকুপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

শৈলকুপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিয়ে, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, মানব পাচার, মাদকবিরোধী কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথি ছিলেন, এএসএম রফিকুল ইসলাম জেলা প্রশাসক ঝিনাইদহ। বিশেষ অতিথি ছিলেন এম আব্দুল হাকিম আহমেদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ। জাহিদুননবী কালু ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ। 

কাজী আশরাফুল আজম, মেয়র শৈলকুপা পৌরসভা। এ সময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বনি আমিন, সহকারী কমিশনার ভূমি।

টিএইচ