ঝিনাইদহের শৈলকুপায় ডিসি মোহাম্মদ আব্দুল আওয়ালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ইউএনও স্নিগ্ধা দাসের সভাপতিত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিয়ে, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদবিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলা সার্বিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
শিশুশ্রম ,বাল্যবিয়ে, মাদকসহ সামাজিকভাবে ক্ষতিকর এসব বিষয়ে সরকারি, বেসরকারি ও সমাজের সব শ্রেণির নেতাকে কাজ করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. সিরাজুস সালেহীন। উপজেলা প.প. কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন। থানার ওসি মো. মাসুম খান।
কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান। ক্যাপ্টেন ওয়াসিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার সব দপ্তরের দপ্তর প্রধানরা, বিভিন্ন দলের নেতারা, স্কুল কলেজের শিক্ষক প্রধান, সাংবাদিক ও স্থান গণমাধ্যম ব্যক্তিরা। এ সময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএনও স্নিগ্ধা দাস।
টিএইচ