রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শৈলকুপায় ডিসির মতবিনিময় সভা  

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

শৈলকুপায় ডিসির মতবিনিময় সভা  

ঝিনাইদহের শৈলকুপায় ডিসি এস,এম, রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিয়ে, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলা সার্বিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এ সময় তিনি ২০২৩-২০২৪ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় পাট বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। 

বিশেষ অতিথি ছিলেন এম আব্দুল হাকিম আহাম্মদ চেয়ারম্যান উপজেলা পরিষদ। জাহিদুননবী কালু ভাইস চেয়ারম্যান শৈলকুপা উপজেলা পরিষদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানরা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, স্কুল কলেজের শিক্ষকরা, সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা। 

এই সময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মামুন খান উপজেলা প্রাণিসম্পদ অফিসার।

টিএইচ