বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শৈলকুপায় নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

শৈলকুপায় নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. রাশেদ আল মামুন। 

রোববার (২৮ জুলাই) ডা. রাশেদ আল মামুন শৈলকুপা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে  যোগদান করেছেন। তিনি পূর্ববর্তী ইউএইচএফপিও ডা. আহসান মিজান রুমির স্থলাভিষিক্ত হন। 

নিয়ম অনুযায়ী ঝিনাইদহ জেলা সিভিল সার্জন অফিসে এ যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। যোগদানের পর দায়িত্ব হস্তান্তর করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আহসান মিজান রুমি। এ সময় অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার, অন্য মেডিকেল অফিসার ও সিনিয়র স্টাফ নার্সরা উপস্থিত ছিলেন। 

এর আগে ডা. রাশেদ আল মামুন মোল্লারহাট, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর, শৈলকুপা ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ইউএইচএফপিও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ব্যাচের একজন কর্মকর্তা।

টিএইচ