সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শ্যামনগরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে কাশেম আলী কগুজি (৫৪) নামে এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে নিজের মাছের ঘেরের পাশে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত কাশেম আলী কগুজি ওই গ্রামের মৃত নেছার আলী কাগুজির ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

পরিবারের দাবি, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাশেম কাগুজির সাথে রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধ চলে

নিহত কাশেম কাগুজির ভাতিজা মিলন কাগুজি তার চাচিকে দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে তাঁর চাচা কাশেম কাগুজি ও চাচি মাছের ঘের পাহারা দেয়ার জন্য ঘেরে ছিলেন। এক পর্যায়ে রাত ১২টার দিকে ঘেরে শুয়ে থাকা অবস্থায় অস্ত্রের মুখে তার চাচাকে জিম্মি করে দুর্বৃত্তরা। এসময় চাচীকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেম কাগুজিকে পাশের ঘেরের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মিলন আরো জানান, তার চাচার সাথে স্থানীয় লোকমান গাজী, শোকর আলী ও আবু মুসা গংদের আধিপত্য বিস্তার, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর আগেও তার (চাচা কাশেম কাগুজি) ওপরে হামলা হয় বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম কাগুজি ও লোকমান গংদের মধ্যে বিরোধ ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গাবুরায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় কাশেম আলী কাগুজি নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীনে রয়েছে ।

টিএইচ