বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত

জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সমপ্রসারণ, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং জলবায়ু সুবিচারের দাবি জানিয়েছে সাতক্ষীরা তরুণ জলবায়ু কর্মীরা। 

ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) অর্থায়ন বন্ধ এবং এলএনজি আমদানি নির্ভরতা কমাতেও সরকার এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান তাদের। তারা ভবিষ্যতের জন্য একটি জলবায়ু ও জ্বালানি-সুরক্ষিত বাংলাদেশ দেখতে চান। পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (১৯ এপ্রিল) বৈশিক জলবায়ু ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালীনি এলাকায় জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়। 

সুইডিস জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ, প্রতীকি যুব সংসদ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্যরা মিলে জলবায়ু ধর্মঘটের আয়োজন করেন। নানা ধরনের দাবি সংবলিত প্লাকার্ড হাতে তরুণেরা কর্মসূচিতে অংশ নেয়।

এসময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সম্বনয়কারী ইমাম হোসেনের সভাপতিত্বে উপস্তিত ছিলেন, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের ইকোম্যান প্রকল্পের সম্বনয়কারী হাফিজুর রহমান, ইসলামিক রিলিফের সহকারী প্রকল্প কর্মকর্তা আসাফুর রহমান আসিফ, আরিফুরজ্জামান, প্রদীপ চন্দ্র রায়, হিসাব রক্ষণ, কর্মকর্তা রেদাওয়ানুর রহমান, ইয়ুথ নেটর সেফা, শামিম হোসেন, আবুজার হোসেন, শাহিন হোসেন, সানজিদা খানম প্রমুখ।

টিএইচ