সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শ্যামনগরে নাশকতার প্রস্তুতিকালে আটক ১৭

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে নাশকতার প্রস্তুতিকালে আটক ১৭

শ্যামনগরে নাশকতার প্রস্তুতিকালে ১৭ জন আটক হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্যামনগর থানা-পুলিশের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে নাশকতা করার প্রস্তুতকালে ১৭ জনকে আটক করেন। 

গত ২৮ অক্টোবর রাতে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মাছের সেটের পাশ থেকে রাত ১২য় সরকার বিরোধী ষড়যন্ত্র করার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির অংশ জালের কাঠি, পেল্ট্রোল, দা, লাঠি উদ্ধার করা হয়।

আসামিরা পূর্ব বিড়ালক্ষী গ্রামের আলহাজ জোনাব আলী গাজী ছেলে মো. হাবিবুল্লাহ গাজী (৩৫), বংশীপুর গ্রামের মৃত ওমর আলী মোল্লার ছেলে মো. রিয়াজুল মোল্লা (৬০), নকিপুর গ্রামের মৃত জিএম বরাত আলীর ছেলে মোক্তার আলী (৪৬), জয়নগর গ্রামের মো. আ. সাত্তার ঢালীর ছেলে মোস্তফা আল মামুন (২৫), মো. মোমিন গাজীর ছেলে মো. ইয়াকুব আলী গাজী (২৭), পশ্চিম কাশিমাড়ী গ্রামের মো. রুহুল কুদ্দুস সরদারের ছেলে রবিউল ইসলাম (২৯), মৃত শহর আলী সরদারের ছেলে আলহাজ রজব আলী সরদার (৫৫), উত্তর কদমতলা গ্রামের আবু বক্কর সরদারের ছেলে মো. নূর হোসেন (৪৫), বড় ভেটখালী গ্রামের আ. আজিজ মোড়লের ছেলে আ. রউফ (৩৩), খানপুর গ্রামের মৃত আনছার আলী গাজী শাহিনুর রহমান (৩৫), দক্ষিণ হাজিপুর গ্রামের মৃত খয়রাত আলীর ছেলে মো. মইনউদ্দিন লাভলু (৫৮), শ্রীফলকাটি গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে মো. আব্দুল্লাহ গাজী (৪৫), খুটিকাটা গ্রামের মো.আ. রশিদ গাজীর মো. শাহিনুর রহমান (২৩), পূর্ব পাতাখালী গ্রামের মো. মজিদ কবিরাজের ছেলে মো. ইসরাফিল কবিরাজ (৪০), গোপালপুর গ্রামের শরিয়াতুল্লাহ গাজীর ছেলে মো.মাহতাব গাজী (৪৫), পরানপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে জিএম আজিজুর রহমান (৪৫), নুরনগর গ্রামের আবু বক্কার গাজীর ছেলে মো.আ.সাত্তার গাজী (৩৫), কে পৃথক পৃথকভাবে গ্রেপ্তার করেন। আসামিদের গ্রেপ্তারপূর্বক রোববার (২৯ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়।

টিএইচ