সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীপুরের প্রশাসনের উদ্যোগে বিট পুলিশিং মিটিং

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি 

শ্রীপুরের প্রশাসনের উদ্যোগে বিট পুলিশিং মিটিং

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে দেড় শতাধিক তরুণ ও যুবকের সমন্বয়ে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্র শিরনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় গত শনিবার উপজেলার মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্রীপুর থানা প্রশাসনের উদ্দোগ্যে বিট পুলিশিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি  বিশারুল ইসলাম, থানা সেকেন্ড অফিসার কামাল হোসেন, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. সবুরসহ এলকার গণ্যমান্য ব্যক্তি। 

জানাগেছে, এ চক্রটির উৎপত্তি পার্শ্ববর্তী ফরিদপুর জেলার ডুমাইন গ্রাম হলেও বর্তমানে শীর্ষে রয়েছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রাম।

চক্রটি মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব করে তারা খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকার মালিক হয়েছে। চক্রটির সাথে জড়িতরা স্থানীয়ভাবে তারা টোপ পাটির সদস্য হিসেবে পরিচিত।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের অভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তবে এসব অপরাধীদের সাথে জড়িত রয়েছেন বিভিন্ন মোবাইল অপারেটরের অসাধু ব্যবসায়ীরা। 

প্রতারক চক্র ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে মোবাইল সিম ক্রয় করে এবং অবৈধ বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতারণা করছে। তবে ওই এলাকায় প্রশাসনের বিভিন্ন সংস্থা নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকেও ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

টিএইচ