বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষ আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক 

মাগুরা প্রতিনিধি

শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষ আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক 

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে ছোনগাছা গ্রামে সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারেজ মণ্ডল ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৭ জুন) উপজেলার ছোনগাছা গ্রামে ঈদগাহ মাঠের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ ২৮ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় আগ্নেয়াস্ত্রসহ সুমন শেখ নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে খোঁজ নিয়ে জানা গেছে, এ সংঘর্ষে আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মিল্টন লস্কর, ফয়জুল হক সাগর, আগ্নেয়াস্ত্রসহ আটক সুমন শেখ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, র্দীঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই জের ধরে চাঁদ আলী মেম্বারের সমর্থক ও সামাজিক মাতব্বর হারেজ মণ্ডলের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা আরো জানান, ছোনগাছা গ্রামের  সুমন নামের এক যুবক একটি পিস্তল বের করে হারেজ মণ্ডলের ছেলে মিজান মণ্ডলের ওপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় অস্ত্রধারী যুবক সুমনের সাথে থাকা এনামুল শেখ দৌড়ে পালিয়ে যায়।

এ সংবাদ শোনার পর পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের মিল্টন লস্কর, ফয়জুল হক সাগর ও সুমন মোটরসাইকেলে বিষয়টি দেখতে যায়। দুর্বৃত্তরা চেয়ারম্যান কুটি মিয়ার সমর্থক বলেই, ঘটনার প্রত্যক্ষদর্শী মিল্টন ও সাগরকে চাঁদ আলী গ্রুপের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। 

তাদের সাথে থাকা সুমন দৌড়ে পালালেও সংঘর্ষের সংবাদ উক্ত এলাকায় ছড়িয়ে পড়লে হারেজ মণ্ডল গ্রুপের লোকজন ও চাঁদ আলী গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, হারেজ মণ্ডল গ্রুপের লোকজন চাঁদ আলী গ্রুপের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। 

শ্রীপুর থানা ওসি শেখ তাসমীম আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

টিএইচ