গাজীপুরের শ্রীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আহত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায় উপজেলার রাজাবাড়ী (বড়চালা) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) উজ্জ্বল হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হক মাতবর (৮৮)। আহত তার ছেলে হারুন (৫৮)। তারা বড়চালা গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত নাতি আবু সালেক (২৫) নিহতের মেয়ের ঘরের নাতি এবং ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে।
এস আই উজ্জ্বল হোসেন মল্লিক নিহতের ছেলে আহত হারুনের বরাত দিয়ে জানান, আবু সালেক নেশাগ্রস্ত। ধারনা করা হচ্ছে রাতের ওই সময়ে সালেক তার নানার কাছে নেশার টাকা চেয়ে থাকতে পারে। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে লাঠি দিয়ে আঘাত করে। এসময় বাবার চিতকার শুনে ছেলে হারুন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। ঘটনার পর থেকে নাতি আবু সালেক পলাতক রয়েছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। নাতি পিটিয়েছে কি`না তা আহত ছেলে নিশ্চিত করে বলছে না।
কেএস