বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে বাসচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে বাসচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শামীমা আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা গ্রামে। তিনি শ্রীপুরের জৈনা বাজার এলাকায় থেকে স্থানীয় ফার্সিং নিট কম্পোজিট কারখানায় কাজ করতেন। বিষয়টি জানান মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী। 

এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। গত শনিবার রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিহত নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির সৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

টিএইচ