বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ 

মাগুরার শ্রীপুরে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে বিএনপির দু-গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শ্রীপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে কর্মসূচি দেয় একটি পক্ষ। যার নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস। একই দিনে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে যুবদলের কর্মী সমাবেশের আহ্বান করে অপর পক্ষ। 

সকাল থেকে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে রফিকুল ইসলাম প্রদীপের সমর্থকেরা করছিল। এমন সময় জিল্লুর রহমানের সমর্থকেরা সাচিলাপুর বাজার থেকে কলেজের দিকে মিছিল নিয়ে গেলে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ফরহাদ, হাবিব মোল্যা, শুকুর মাহমুদ, কাইয়ুম, আব্দুর রশিদ, আশিকুর রহমানসহ উভয় গ্রুপের ১০ জন মারাত্মক আহত হয়। আহত কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপির ২ নেতা। দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, দুদিন আগেই মাইকিং করে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের ঘোষণা দেয়া হয়। আমরা সকাল থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্ব একটি মিছিল এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। 

এ বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান। তিনি বলেন, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কলেজের দিকে গেলে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

টিএইচ