বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আবু কাসেম মন্নু সরদার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক বাবুল (৩০) মারাত্মক আহত হয়েছে। 

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালপাড়া রেজাউল বিশ্বাসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আবু কাসেম মন্নু সরদার জোকা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে এবং ভ্যানচালক বাবুল শৈলকূপা উপজেলার বগুড়া গ্রামের কেসমত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্রীপুর থেকে বাবুলের ভ্যানে আবু কাসেম মন্নু সরদার জোকা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গোয়ালপাড়া গ্রামের রেজাউল বিশ্বাসের দোকানের কাছে পৌঁছলে রাস্তার পাশে রাখা কাঁচা পাটের গাদার সাথে ধাক্কা লেগে দ্রুতগতির চার্জার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

এ সময় আবু কাসেম মন্নু সরদার ও বাবুল মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩১ জুলাই) ৬টার দিকে আবু কাসেম মন্নু সরদার মৃত্যুবরণ করেন। আহত বাবুল বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম জানান, শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টিএইচ