বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পরিকল্পনা সভা  

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পরিকল্পনা সভা  

শেরপুরের শ্রীবরদীতে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা করা হয়। 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

 ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান প্রমুখ। 

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

টিএইচ