বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি  

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি  

শেরপুরের শ্রীবরদীতে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন শেরপুর-৩ আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম।

সোমবার (২২ জানুয়ারি) এলজিইডির বাস্তবায়নে উত্তর খড়িয়া আরএইচডি-দক্ষিণ খড়িয়া সড়কের ৪৫০ মিটার চেইেনেজে ৫৭ মি. আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ উদ্বাধন করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী, খড়িয়া কাজির চর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদার প্রমুখ। উল্লেখ্য, ৩ কোটি ৮৮ লাখ ১৮ হাজার ৩১৫ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হবে।

টিএইচ