সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালি  

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালি  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই হাসান আল মামুন, নীহার রঞ্জন সিংহ, এস এম জালাল উদ্দীন, সার্জেন্ট জয়ন্ত কুমার দাশ, ঝন্টু বৈদ্য, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনিসহ ট্রাফিক বিভাগের অন্যরা।

শোভাযাত্রা শেষে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি ছাত্ররা যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগিয়ে দেয়। 

শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই এসএম জালাল উদ্দীন জানান, ‘ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করে না, তারা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দুর্ঘটনার প্রবণতা কমে আসবে।

টিএইচ