সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়িসহ আটক ১২

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়িসহ আটক ১২

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় পৃথক পৃথক অভিযানে ৫ জুয়াড়িসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১২ আসামিকে আটক করেছেন শ্রীমঙ্গল থানা পুলিশ।

এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শুক্রবার রাতে শহরতলীর সুরমাভ্যালী এলাকায় অভিযান চালিয়ে ৫২ টি জুয়া খেলায় ব্যবহূত তাস, সর্বমোট নগদ ১৪ হাজার ৪৩০ টাকাসহ কুখ্যাত ৫ জুয়াড়িকে আটক করেন। 

আটকরা হলো মো. তোফাজ্জল হোসেন আসাদুজ্জামান নুর, ইমান হোসেন, হাফিজ আহমদ ও মৃত্যুঞ্জয় পাল।

অন্য অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামি উপজেলার কালাপুর ইউপির মৃত বারিক মিয়ার ৩ পুত্র মো. শহিদ মিয়া, মুজাহিদ মিয়া ও মুকিত মিয়া। সুরভী পারার মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র মামুনুর রশীদ, নলুয়ার পাড় গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে সেলিম মিয়া। 

এছাড়া রামনগর এলাকার মৃত জয়নাল আবেদীন খাঁনের ছেলে মো. আইনুল হক ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে আব্দুল হামিদকে পুলিশ আটক করে।  শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটক আসামিদের যথাযথ আইনি পক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। 

টিএইচ