শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন রাউজান ইউএনও 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন রাউজান ইউএনও 

সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ইউএনও অংগ্যজাই মারমা।

মঙ্গলবার (২৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সম্মাননা প্রদান করেন। 

সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। 

এই পুরস্কার প্রাপ্তিতে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক ও রাউজানের এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই অর্জনে তিনি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, সহকর্মী, জনপ্রতিনিধিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, রাউজান ইউএনও সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার প্রকল্প সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। এছাড়া, উপজেলায় কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে কৃষকের হাট স্থাপন, ভাসমান শ্রমিকদের আশ্রয়স্থল হিসেবে লেবার শেইড নির্মাণ, রাউজানের ডাবুয়ার বেগুনকে জিআই পণ্য হিসেবে রেজিস্ট্রেশন করাতে নানামুখি প্রকল্প বাস্তবায়ন করছেন। 

ইউএনও অংগ্যজাই মারমা বলেন, উপজেলা পর্যায়ে আমাকে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত করায় আমি বরাবরের মতই সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

টিএইচ